এখনই শেয়ার করুন।

Kidnapping to take revenge after being cheated. Bidhannagar police busted the curtain of the multi-crore fraud ring.

সংবাদ জনকণ্ঠ ডেস্ক: প্রতারিত হয়ে প্রতিশোধ নিতে অপহরণ। অপহরন মামলা তদন্তে নেমে কোটি কোটি টাকার প্রতারনা চক্রের পর্দাফাঁস বিধাননগর পুলিশের। গ্রেফতার অপহরণকারী প্রতারিত ব্যক্তি। আটক অপহৃত দুই প্রতারক।চলতি মাসের ৩ তারিখ বিধাননগর পুলিশের এন এস সি বি আই এয়ারপোর্ট থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, ত্রিপুরা থেকে ৫ জন ব্যক্তি কলকাতা বিমানবন্দরে আসে। এরপরে তাদের মধ্যে দুইজনকে বিমানবন্দরের সংলগ্ন বাসস্ট্যাণ্ড থেকে তাদের বেলঘড়িয়ার বাসিন্দা সুজয় চ্যাটার্জি নামে এক ব্যক্তি অপহরন করে।

অপহৃত দুই ব্যক্তি সম্পর্কে শ্বশুড় ও জামাই। তাদের প্রথমে বিমানবন্দর সংলগ্ন এক হোটেলে আটকে রাখা হয়। এরপরে তাদের বেলঘড়িয়ার একটি হোটেলে নিয়ে যাওয়া। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অপহৃতদের উদ্ধারের পাশাপাশি অপহরনকারি সুজয় চ্যাটার্জিকে গ্রেফতার করে। ধৃত সুজয় চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানাতে পারে অপহৃতদের মাধ্যমে সুজয় চ্যাটার্জি প্রতারিত হয়েছে। প্রায় ৯০ লক্ষ টাকা প্রতারনা করা হয়। পুলিশ সূত্রে খবর, রাইস পুলিং স্ক্যামের মাধ্যেমে প্রতারণা করা হয়। যেখানে তামার একটি পাত্রের মধ্যে চুম্বকের সাহায্যে চাল পাত্রে তুলে আনা হয়।

তারপর বলা হয় ওই তামা ঘরে রাখলে উন্নতি হবে। এইভাবে বহু মানুষের কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করা হয়। এই প্রতারনার শিকার সরকারি অফিসার থেকে বেসরকারি সংস্থায় কাজ করা ব্যক্তিরাও। ইতিমধ্যেই এই ঘটনায় প্রতারিতদের সন্ধান চালাবে পুলিশ। পাশাপাশি অপহৃত দুই প্রতারককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *