এখনই শেয়ার করুন।

The woman’s body was recovered from Khalpar in the middle of the women’s protection protest!

সংবাদ জনকণ্ঠ ডেস্ক: যখন নারী সুরক্ষা এবং নারীর নিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যবাসী। ঠিক সেই সময় আবারও উদ্ধার মহিলার মৃতদেহ। এবারেও ঘটনার স্থল শহর কলকাতা। কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত ১০৮ নম্বর ওয়ার্ডের নোনাডাঙ্গা সবুজপল্লী এলাকার খালপাড়ে পড়ে রয়েছে মহিলার মৃতদেহ। সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার স্থানীয় বাসিন্দারা। মৃতদেহের চারপাশে ভেসে যাচ্ছে রক্ত। দেখামাত্রই খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য।

স্থানীয় বাসিন্দাদের দাবি ওই মহিলা এলাকার কেউ নন। কিন্তু কোথা থেকে এলো এই মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কেউ মেরে ওই মহিলাকে ফেলে রেখে গিয়েছেন রাস্তার ধারে। মহিলার উপর কোনরকম শারীরিক নির্যাতন হয়েছে কিনা তাও খতিয়ে দেখতে পুলিশ। ইএম বাইপাস থেকে নোনাডাঙ্গার চীনা মন্দিরের দিকে যে রাস্তা গিয়েছে সেখানেই ঝোপের মধ্যে দেহটি পড়েছিল বলে জানা যায়। এদিকে এলাকাবাসীদের আরো অভিযোগ, এই এলাকায় রাতে থাকে না কোনরকম আলো।

দুষ্কৃতীদের আখরায় পরিণত হয়েছে এই এলাক। অনেকবার এখানে বহু লাশ ফেলে যাওয়া হয়েছে। গত মাসে ভর সন্ধ্যায় আনন্দপুরে এক প্রোমোটাকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মৃত আরিফ খানের বাড়ি তপসিয়া রোডের জরিবুটি গলিতে। পরিবারের অভিযোগ ছিল সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ীর কাছেই ঠিক এই ঝোপের ধারে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া হয় তাকে। ব্যুরো রিপোর্ট থ্রি এন আই নিউজ বাংলা

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *