এখনই শেয়ার করুন।

ঝাড়গ্রাম,স্বর্ণদীপ বাগ: গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের ১৩ নং অঞ্চলএরপঞ্চায়েত ভোটে বিজেপি সমর্থিত প্রধান সীতা সরেনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদাররা। নিয়ম ভেঙে পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ব্লক প্রশাসনের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে। সমস্ত নথি জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে দাবি পঞ্চায়েত সদস্য দের।

গত ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে বিজিপি ও নির্দল জোট খাড়বান্ধী গ্রাম পঞ্চায়েত দখল করে। বিজেপি ৪টি ও নির্দল ৩টি আসন দখল করে। তৃণমূল পায় ৫টি আসন। প্রধান হন বিজেপির সমর্থীত নির্দল প্রার্থী সীতা সরেন। বিজেপি জোট পরিচালিত পঞ্চায়েতে গঠন হয়।লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে এই পঞ্চায়েত প্রধান এর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্য বাদেও একাধিক ঠিকাদার অভিযোগ তুলেছেন যে কাজের জন্য কাটমানি চাইছেন এই প্রধান। অভিযোগ পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নিয়ম না মেনে ব্যয় করা হয়েছে।

কভার ফাইল কেনার জন্য ২৫ হাজার ২১৬ টাকা ব্যয় করা হয়েছে। পঞ্চায়েতে ডেটা এন্ট্রি কর্মী নেই। কিন্তু তাঁদের জন্য ৫৬ হাজার ৯০০ টাকা ব্যয় করা হয়েছে। প্রিন্টিংয়ের জন্য ২৩ হাজার ৩০০ টাকা।এর নিয়মের বাইরে গিয়ে টিউবওয়েল সারানোর জন্য ৫৭ হাজার টাকা খরচ করা হয়েছে, যা পঞ্চায়েত মেম্বারদের কাউকে জানানো হয়নি। দুর্নীতি নিয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও ব্লকের ঠিকাদার সংস্থার লোকজন জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *