এখনই শেয়ার করুন।

ঝাড়গ্রাম: চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন পালক যুক্ত করল ঝাড়গ্রামে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। জটিল অস্ত্রপোচারের মাধ্যমে দাঁতের গোড়ায় থাকা বড় আকারের সিস্ট বের করতে সফল হলেন ডেন্টাল বিভাগের চিকিৎসকরা তাও আবার একেবারে বিনা পয়সায়। পাঁচ বছর ধরে এই সিস্ট দাঁতের গোড়ায় সঙ্গী করে রেখেছিলেন এক মহিলা।

বেশ কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িটির জ্যোতি কৃষ্ণপুরের বাসিন্দা বছর 55 ওই বৃদ্ধ মহিলা রত্না সিং আসেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। দাঁতের চিকিৎসা করাতে আসেন তিনি। দন্ত্য বিভাগের চিকিৎসক ডক্টর শুভেন্দু মহান্তি ইমিডিয়েট অপারেশন করবার নির্দেশ দেন। এনেস্থিসিয়া বিভাগের সঙ্গে পরামর্শ করে ওই মহিলার দাঁতের এই ঝুঁকিপূর্ণ অপারেশন করবার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে এই তিন ঘন্টার অপারেশন হয় সফল। এতদিন দাঁতের ব্যথায় কাতর হয়ে থাকতে হতো ওই মহিলাকে। চিকিৎসকদের এই অসাধ্য সাধনের ফলে, মাইল ফলক তৈরি হল নয়াগ্রামের ডেন্টাল বিভাগে।

ডেন্টাল বিভাগের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অসাধ্য সাধন হয়েছে বলে জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। কেবলমাত্র চোখ নাক কান মুখ নয় দাঁত যে মানুষের জীবনের কত গুরুত্বপূর্ণ অঙ্গ তার অবদান বুঝতে হবে প্রতিটি মানুষকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *