এখনই শেয়ার করুন।

ইলেকট্রিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। তাই রেলের হাইভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ আছে কিনা তা দেখতে উঠেছিলেন। কিন্তু সেখানে গিয়েই মর্মান্তিক ঘটনা ঘটলো এক কিশোরের সঙ্গে। ইলেকট্রিক পোলে ওঠায় মুহূর্তের মধ্যে ঝলসে গেল তার দেহ। পোল থেকে পড়ে মৃত্যু হল তার।

বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে রোহিত রায় নামে এক কিশোর উঠেছিলেন। রেলের ইলেকট্রিক পোলে লাইন আছে কিনা তা দেখার জন্য উঠেছিলেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে পড়ে যান তিনি। এরপর তাকে স্থানীয় এলাকাবাসীরা এবং পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঠিকমতো ইলেকট্রিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।। এই ঘটনা চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই অসচেতনতার ছবি।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকায় নেমেছে শোকের ছায়া।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *