এখনই শেয়ার করুন।

Howrah’s Rabindranagar Development Organization’s extraordinary initiative to give life.

নিজস্ব প্রতিনিধি,হাওড়া : রবীন্দ্রনগর উন্নয়ন সংস্থার আয়োজনে রবিবার একটি অবিস্মরণীয় দিন হয়ে ওঠে। স্বেচ্ছায় রক্তদান, মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের মতো জীবনদানের মহৎ কাজে এগিয়ে এসেছেন শতাধিক মানুষ। স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের দক্ষ কর্মীদের তত্ত্বাবধানে ৬৫ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেছেন। প্রত্যেকটি বিন্দু রক্ত কোনো একজনের জীবন বাঁচাতে পারে, এই বিশ্বাস নিয়েই তারা এগিয়ে এসেছেন।

এদিন গন দর্পন সংস্থার কর্মীদের তত্ত্বাবধানে ১৮ জন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন।এবং আই ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কর্মীদের কর্মীদের তত্ত্বাবধানে স্ত্রী,পুরুষ মিলে মোট ১৮ জন চক্ষুদানের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই মহান সিদ্ধান্তের মাধ্যমে তাঁরা অনেকের জীবনে আলো জ্বালাতে পারবেন।

এই শিবিরটি শুধুমাত্র একটি সংস্থার নয়, সম্পূর্ণ রবীন্দ্রনগরের মানুষের উদ্যোগ। স্বেচ্ছাসেবীরা, স্বাস্থ্যকর্মীরা এবং আয়োজকরা সবাই মিলে এই সফলতা অর্জন করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *