দার্জিলিং যাওয়ার পথে পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা টয় ট্রেনের।পাহাড়ে ফের টয়ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে আচমকা একটি পর্যটক বোঝাই গাড়িতে ধাক্কা মারে টয় ট্রেন।
ঘুম থেকে দার্জিলিঙের দিকে যাচ্ছিল টয় ট্রেনটি। সেই সময়েই পর্যটক বোঝাই এক চার চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে টয় ট্রেন। পর্যটকদের অল্প বিস্তর চোট লাগলেও, স্বস্তির বিষয় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।
এদিন দুপুরে পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় দার্জিলিংয়ের রাস্তায়। যদিও পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।