বালুরঘাটের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে বারবার অভিযোগ জানিয়েছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট পতিরাম গার্লস স্কুলের ১০০ নম্বর বুথে সুকান্ত মজুমদারকে ঘিরে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।
এই বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প বসিয়ে ভোটারদের প্রভাবিত করেছিল বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সেই অভিযোগ তিনি জমা করেছেন নির্বাচন কমিশনে।
এমনকি এই ঘটনার প্রতিবাদ করার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি আর সেখানে গিয়ে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। তাকে গো ব্যক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এদিকে বালুরঘাট থানার আইসিকে পড়তে হয় সুকান্তোর কোপে। ক্যামেরার মুখোমুখি হয়ে সুকান্ত অভিযোগ করেন বালুরঘাট থানার আইসি তৃণমূলের উচ্ছিষ্ট খায়। আর তাই তিনি ভয়ে রয়েছেন।
ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করে জয়বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার খবর পৌঁছে গেছেন নির্বাচন কমিশনের কাছে। কিভাবে একজন বিজেপি প্রার্থীকে ঘেরাও করা হয় তা নিয়ে প্রশ্ন তুলে জেলা নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন।