কোচবিহার:মেয়েকে খুন করে আত্মঘাতী মা। বুধবার সাতসকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারে শহরের রেলগেট সংলগ্ন পাঁচ তল তলা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকা জুড়ে।স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ বছরের শিশু কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করে আত্মঘাতী হয় মা।
আত্মঘাতী মায়ের নাম সোমা সরকার। ওই আত্মঘাতী সোমা সরকারের স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। ওই মহিলা মৃত্যুর আগে একটি সুসাইড নোটও লিখে গেছেন। ঠিক কি কারনে নিজের পাঁচ বছরের শিশু কন্যাকে হত্যা করে আত্মঘাতী হল মা তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনায় শোকের ছায়া পরিবার ও গোটা এলাকা জুড়ে।পাড়া-প্রতিবেশীরা হতভম্ব, কারণ বলতে গিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছেন তারাও। খবর পাঠানো হয়েছে সোমা দেবীর স্বামীকে। ঘটনার আকস্মিতায় নির্বাক পুলিশ। হতাশা নাকি অশান্তি কি কারনে এই চরম পথ বেছে নিলেন সোমা! প্রশ্ন উঠছে একাধিক