এখনই শেয়ার করুন।

Dear Lottery, you will be surprised to hear the reason for such a strange name.

যো

বুবুন পাল , চন্দ্রকোণা,পশ্চিম মেদিনীপুর:

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বান্দিপুর গ্ৰাম পঞ্চায়েত ও মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় শীলাবতী নদীর ওপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের পাটাতন বিছানা সেতু। আশপাশের প্রায় ত্রিরিশ টি গ্ৰামের মানুষের নিত্যদিনের যাতায়াত এই সেতুটির উপর। এই সেতুটি বর্তমানে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। সেতুর মধ্যে তৈরী হয়েছে মরণ ফাঁদ। বহু মানুষ এই ব্রীজে হতাহত হয়েছেন, এলাকার মানুষের দাবী দীর্ঘদিন যাবৎ প্রশাসনের দারস্থ হলেও মেলেনি কোন সুরাহা।গ্ৰামবসীরা বলেন কিছু দিন আগেও এলাকার এক যুবক পড়ে গিয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন বর্তমানে সেই যুবক ওড়িশা কটকে চিকিৎসাধীন।


আজ এলাকার কিছু মানুষ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান।ঐ সেতুটি কে রাজ্য ডিয়ার লটারির সাথে তুলনা করে সেতুটির নামকরণ করেন রাজ্য ডিয়ার লটারি সেতু।
আমরা কমবেশী প্রত্যেকেই জানি লটারি তে তিন থেকে চারটি ধাপে পুরস্কার পাওয়া যায় যা স্বাভাবিক জীবনে আমুল পরিবর্তন আনে ,প্রথম পুরস্কার পাওয়া মানেই জীবনযাত্রার মান বদলে যাওয়া। পোস্টারের মাধ্যমে ডিয়ার লটারির সাথে ব্রীজ টি কে তুলনা করতে গিয়ে প্রথম পুরস্কারটি মৃত্যুর সাথে তুলনা করেছেন , দ্বিতীয়টি আজীবন শয্যাশায়ী, তৃতীয় পুরস্কার বহু অর্থ ব্যয়ে কোন রকমে বেঁচে থাকা।অভিনব পদ্ধতি তে কংক্রিটের ব্রীজের দাবী সহ বিক্ষোভ দেখলো পথ চলতি সাধারণ মানুষ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *