নিজস্ব সংবাদদাতা, সংবাদ জনকণ্ঠ:-সাত সকালে ভয়াবহ পথ দূর্বাঘটনা র কবলে যাত্রীবাহী বাস।আহত হল একাধিক যাত্রী। নিয়ন্ত্রণ হারিয়ে বাস ধাক্কা মারলো রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরির পেছনে, ঘটনায় আশঙ্কাজনক বাসের চালক থেকে শুরু করে বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয়দের তৎপরতায় তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালে। পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাঁচখুরি বুড়াপাট এলাকায়। চন্দ্রকোনা থেকে মেদিনীপুর গ্রামে আশিফ বাস এই দুর্ঘটনার কবলে পড়ে।