পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের বিবেকানন্দ মোড়ের ময়রাপুকুর দুর্বার পল্লীতে যৌনকর্মীদের নিয়ে ভাই ফোঁটা কর্মসূচি পালন করা হলো ।দূর্বার পল্লীর যৌনকর্মী মহিলা ও দিদিরা ভাইফোঁটাতে বাড়িতে যেতে পারেন না। সমাজ তাঁদের মেনে নেয়নি। তাঁদের ভাই বা দাদা থাকলেও বাড়িতে ভাইফোঁটা দেওয়া তাঁদের কপালে নেই। তাই রবিবার ভাই ফোঁটার দিনে ঘাটাল মহকুমার রেডক্রশ সোস্যাইটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির প্রধান উদ্ধতা ছিলেন ঘাটাল মহকুমার রেডক্রশ সোস্যাইটির সম্পাদক নারায়ণ ভাই , মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমার রেডক্রশ সোস্যাইটির শুভদীপ সিংহ রায় ও রেডক্রশের কর্মকর্তারা। মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, সমাজ থেকে বঞ্চিত এই পল্লীর মহিলাদের কাছে আসতে পেরে খুবই গর্বিত আমরা। আমরা প্রায় ৪ বছর ধরে এই শুভদিনে তাঁদের কাছে দৌড়ে আসি। ফোঁটা নিয়ে আরও দশটা মানুষের মতো ওঁদের সমাজের মধ্যে মিশিয়ে দেওয়ার কাজ করি। ঘাটাল মহকুমার রেডক্রশ সোস্যাইটির সম্পাদক নারায়ণ ভাই বলেন, প্রতি বছরেই তাঁরা ভাইফোঁটা দেন আমাদের। এবারও তার ব্যতিক্রম হলনা। দূর্বার পল্লীর দিদিরা ভাইফোঁটা দিলেন আমাদের।যে পবিত্র মাটি দিয়ে দুর্গা মায়ের প্রতিমা তৈরি হয়, সেই মাটিতে দাঁড়িয়েই আজ ভাইফোঁটা গ্রহণ করলাম। তাদের হাতে তুলে দিলেন কিছু উপহার।