এখনই শেয়ার করুন।

Night robbery by tying security personnel as per film rules

বুবুন পাল, চন্দ্রকোণা:-পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কো-অপারেটিভ কোল্ড স্টোরেজ সোসাইটি লিমিটেডের এই কোল্ড স্টোরটি বেশ কিছুদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। বিভিন্ন কারণে বন্ধ থাকা এই হিমঘরে বেতন না পেয়েও ১০ জন কর্মী কাজ জারি রেখেছেন বলে দাবি কর্মীদের। ভবিষ্যতে চালু হবে এমন আশাতে ওই কর্মীরা দিনরাত পাহারা দিয়ে জিনিসগুলি আগলে রাখেন। তাদেরই দুজন ওই হিম ঘরের মেশিনারির ঘরে ঘুমাচ্ছিলেন শুক্রবার গভীর রাতে। তখনই ডাকাত দলের হানা হয়।কর্মীদের মধ্য থেকে রঞ্জন অধিকারী বলেন-” গভীর রাতে আমরা দুজন কর্মী হিমঘরের ভেতরে একটি রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখলাম দুজন কোন শব্দ না করেই কিভাবে প্রবেশ করে যায়। আমি উঠেই কে বলে চেঁচাতেই হঠাৎ চার পাঁচজন হাজির হয়ে যায়। তাদের প্রত্যেকের হাতেই লোহার রড ছিল। আমাদেরকে ভয় দেখিয়ে একপাশে বসে যেতে বলে। আমরা দাঁড়াতেই তারা আমাদের হাতে-পায়ে বেঁধে ফেলে। আমাদের মোবাইলগুলি নিয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘা মধ্যে বসিয়ে রেখে দুজনকে নজরদারিতে রাখে।জানা গিয়েছে এই ঘটনায়, কোল্ড স্টোরের ওই জেনারেটর ও বৈদ্যুতিক সরবরাহের রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুলি ডাকাতের দল খুলে নিয়ে গিয়েছে। যা ওই স্টোরের সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই স্থানী ঘটনার পর খবর জয় চন্দ্রকোনা থানার পুলি কাছে।

ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউনমধ্যে বসিয়ে রেখে দুজনকে নজরদারিতে রাখে। এরপরে তারা আলো জেলে মেশিনারির ঘরের মধ্যে ঢুকে পড়ে। জানা গিয়েছে এই ঘটনায়, কোল্ড স্টোরের ওই জেনারেটর ও বৈদ্যুতিক সরবরাহের রুমের গুরুত্বপূর্ণ জিনিসপত্র গুলি ডাকাতের দল খুলে নিয়ে গিয়েছে। যা ওই স্টোরের সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই স্থানীয়রা। ঘটনার পর খবর জয় চন্দ্রকোনা থানার পুলিশের কাছে। ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *