শ্রীকান্ত ভূঞ্যা, দাসপুর পশ্চিম মেদিনীপুর:-বৃষ্টি মাথায় নিয়েই এলাকার বাড়ি বাড়ি ঘুরছেন প্রশাসনের আধিকারিকরা। কিন্তু কেন ছুটির দিনেওবাড়ি বাড়ি যাচ্ছেন তারা?জানা গেল আবাস যোজনার সার্ভের কাজ সঠিক ভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখতে এবার মাঠে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারি, দাসপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সীট ও ঘাটাল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট। দীর্ঘদিন এর টালবাহানার পর আবাস যোজনায় নাম থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট, দাসপুর-২ ব্লকের বিডিও এবং দাসপুর থানার ওসি।
শনিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যেই দাসপুর থানার সোনামুই এলাকায় বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেন তারা।আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরির জন্য সরকারি সহযোগিতার আশায় বহু মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। তবে দীর্ঘ সময় ধরে টালবাহানায় অনেকেই নিজেরাই পাকা বাড়ি তৈরি করে নিয়েছেন। এবার সার্ভে রিপোর্ট জমা পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারি অনুদান পেতে পারেন বলে জানা গেছে।অধিকারিকরা জানিয়েছেন, লিস্টে নাম থাকা প্রতিটি ব্যক্তির বাড়ি সরেজমিনে পরিদর্শন রে সার্ভে সম্পন্ন করা হবে। যাতে কোনো ভুল না হয়, সেই কারণেই উচ্চপদস্থ আধিকারিকরা সরাসরি এই কাজে যুক্ত হয়েছেন।