এখনই শেয়ার করুন।

TMC protest against Amit saha comment about Baba saheb

শেখ সামিউল হক, কেশপুর পশ্চিম মেদিনীপুর:-ড.বি.আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে, কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল।ভারতের সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের বিষয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও ধিক্কার মিছিল পালিত হয় এদিন। সোমবার বিকেলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রতিবাদ মিছিল শুরু হয়।

মিছিলটি কেশপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে, কলেজ হয়ে পুনরায় কেশপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রায় ৭০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান। মন্ত্রী শিউলি সাহা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেইভাবে ভারতীয় সংবিধানের রচয়িতা ড: বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচুকর মন্তব্য করেছেন তার জন্য তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চান, ততদিন তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *