এখনই শেয়ার করুন।

বিদ্যাসাগর মহাশয় ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি উন্মোচন
বুবুন পাল, চন্দ্রকোণা:-

মানিককুণ্ড উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় আজ দয়ার সাগর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মর্মর মূর্তি স্থাপন করা হলো উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক চন্দ্রকোনা ১ নম্বর চক্র মাননীয় কৌশিক ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী কার্তিক চন্দ্র মন্ডল মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা বন্ধু প্রণব গান্ধী স্বামী ও মুজিবর থান্ডার মহাশয় এছাড়াও মানিককুণ্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মাননীয় ভোলানাথ পাল মহাশয় এবং পার্শ্ববর্তী বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় মহাশয়গণ সঞ্চালকের ভূমিকায় মানিককুণ্ড উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক জিতেন কুমার ঘোষ মহাশয়। এছাড়াও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মাননীয়া ভারতী চক্রবর্তী মহাশয়। মূর্তি দুটি প্রদান করেছেন মানিক কুণ্ড উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণপ্রসাদ মন্ডলের স্মৃতিতে, তার পুত্রগণ মৃত্যুঞ্জয় ও ধনঞ্জয় এবং ভবানীপ্রসাদ মন্ডলের স্মৃতিতে তার পুত্রদ্বয় দেবীপ্রসাদ কল্যাণী প্রসাদ।


পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের স্থায়ী সভাপতি মাননীয় কৃষ্ণপদ ডোগরা মহাশয়।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দ।
ঐ অনুষ্ঠান কে কেন্দ্র করে আবৃত্তি গান কবিতা সহ নাটক করে স্কুলেরই ছোট ছোট ছাত্র ছাত্রীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *