Laying the foundation stone of Sangs Deb four years ago, construction work of the bridge has not started, the bridge is in ruins. Villager died after falling in anger area*
শ্রীকান্ত ভূঁঞ্যা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর:-বেশকয়েকটি গ্রামের মধ্যে একমাত্র যোগাযোগকারী সেতুটির জরাজীর্ণ দশা, এলকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে অভিনেতা সাংসদ দেব ২০২০ সালে শিলান্যাস করেন। কিন্তু তারপর বছরের পর বছর কেটে গেলেও সেতু নির্মাণের কাজ বিন্দু মাত্র এগোয় নি।এরমধ্যেই সেই ভগ্ন সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যু হল গ্রামের পুরোহিতের।আর এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ল এলাকার মানুষজন।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়ানচক -১ গ্রাম পঞ্চায়েতের কনক পুরে। স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে নিচে জলে পড়ে গিয়ে ওই গ্রামের পুরোহিত নিশিথ চক্রবর্তী, বয়স ৪১ বছর ভগ্ন সেতু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়।পাশের গ্রাম গুডলিগ্রামে পূজা সেরে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়।পরে দুপুর একটার সময় সেতুর নিচে জল থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষজন শোকে স্তব্ধ এবং ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন। কাঠের ওই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে বহু মানুষজন চলাচল করে। কাঠের সেতুটি অনেকদিন ধরেই চলাচলের অনুপযুক্ত ছিল। গত বন্যায় সেতুটি ভেঙে গিয়ে আরো খারাপ অবস্থা হয়। স্থানীয় জনগণ পঞ্চায়েতের নিকট বারবার দাবি জানালেও সেতুটি সংস্কার করা হয়নি। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্তর ওই গ্রামেই বাড়ি। তিনি সবই জানেন। ওই কাঠের সেতুর একদিকে পিচ রাস্তা অন্যদিকে ঢালাই রাস্তা। ওই স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। ২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারি সাংসদ দেব পাকা ব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনিক কোন উদ্যোগ দেখা যায়নি। কয়েকশ গ্রামবাসী বৃন্দ মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং অনতিবিলম্বে ভাঙা কাঠের সেতুর স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন।এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘাটালের ৫০ সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানান আমরা এই কাজ সম্পন্ন করতে পারিনি তার জন্য ক্ষমাপ্রার্থী তবে দ্রুত এই নির্মাণ কাজ শেষ হবে এই ব্যাপারে কর্তৃপক্ষের সাথে সমস্ত রকম কথা ফাইনাল হয়ে গিয়েছে।