student win third prize in state championship defeating poverty
বুবুন পাল, চন্দ্রকোণা:-পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামে থেকেও যে রাজ্যে স্তরের পুরষ্কার ছিনিয়ে আনা যায় তা প্রমাণ করে দেখাল চন্দ্রকোনার মাড় গোপালপুর সিন্ধু বালা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সুজিত ধাড়া। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে কলকাতার সল্টলেকে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।ঐ প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে চন্দ্রকোনার মাড় গোপালপুর সিন্ধু বালা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র সুজিত ধাড়া।গত 17.10.24 তারিখ কলকাতায় ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে যায় সুজিত। গত 19.10.24 তারিখ সুজিতের ক্রীড়া প্রতিযোগিতা টি সম্পন্ন হয়।
ঐ নবম শ্রেণির ছাত্র সুজিত ফোর হান্ড্রেড রিলে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে এরই সাথে ঐ দিনই পনেরোশো মিটার দৌড়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করে।আর এই সুখবরে সুজিতের পরিবারের সাথে স্কুল শিক্ষক শিক্ষিকা থেকে আত্মীয় স্বজন প্রতিবেশীরা যথেষ্ট আনন্দিত। খুব গরীব বাড়ীর সন্তান সুজিত , ছোট থেকেই অভাবের সাথে যুদ্ধ করে তার পথ চলা। সুজিতের স্বপ্ন ন্যাশানাল ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে জয় ছিনিয়ে আনা। পরিবারের ধারণা সরকারী সহযোগিতা পেলে আরও সামনের দিকে এগিয়ে যাবে সুজিত।বাবা পেশায় রাজ মিস্ত্রী মা সাধারণ গৃহবধু। সুজিত রা দুই ভাই বোন , সুজিত বড়ো।