এখনই শেয়ার করুন।

two death inbetween few hours

শ্রীকান্ত ভূঁঞ্যা , দাসপুর, পশ্চিম মেদিনীপুর:-কয়েকঘন্টার ব্যবধানে পথ দূর্ঘটনায় মৃত্যু হল দুই জনের, এলাকায় শোকের ছায়া নেমে এল। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা,পর পর পৃথক দুটি পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যবসায়ী ও আরেক ফুল চাষির।জানা যায় প্রথম ঘটনাটি ঘটেছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুরদহ জানাপাড়ার কাছে।জানা যায় দাসপুর থানার অন্তর্গত রবিদাসপুর পশ্চিম বাসিন্দা ক্ষুদিরাম দিন্দা বয়স প্রায় ৬৯ এর কাছাকাছি গতকাল রাতে নিজের স্কুটিতে ফুল নিয়ে খুকুরদহ বাজার যাওয়ার পথে জানা পাড়ার কাছে দাঁড়িয়ে থাকা এক লরিকে ধাক্কা মারে পেছন থেকে।রক্তাক্ত অবস্থায় রোডের মধ্যে লুটিয়ে পড়ে ক্ষুদিরাম বাবু।দাসপুর থানার পুলিশ তাকে ওই অবস্থায় উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে জানায়।এই ঘটনা জানার পরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঠিক তার পরেই দ্বিতীয় ঘটনাটি ঘটে ওই সড়কের বেলতলায়। জানা যায় রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা লক্ষীকান্ত বেরা পেশায় মাছ ব্যবসায়ী রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল।সেই সময় পাঁশকুড়া অভিমুখী একটি লরি তাকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।ঘাতক লরিটিও পলাতক।পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।একই রাতে কয়েক কিলোমিটার ব্যবধানে পরপর দুটি পথ দুর্ঘটনায় ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *