এখনই শেয়ার করুন।

কাঁথি সমবায় নির্বাচনে সবুজ ঝড়। সমবায়ের মোট আসন সংখ্যা ১০৮টি। যার মধ্যে তৃণমূল পেয়েছে ১০১টি। বিজেপি পেয়েছে ৪ টি আসন। বাকি ৩টি পেয়েছে তৃণমূলের গোঁজ প্রার্থীরা। রবিবার বিকেলে ফল ঘোষণা হতেই জেলা জুড়ে সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা।

জানা গিয়েছে, বাড়বাড়িষার ৬টি আসনের মধ্যে ৬টি আসন, নন্দকুমারের ৯ টি আসনের মধ্যে ৯টি আসন, হলদিয়ার ১১টি আসনের মধ্যে ১১টি আসন, বেলদার ১০টি আসনের মধ্যে ১০ টি আসন, হেঁড়িয়ার ১৪টি আসনের মধ্যে ১৪টি আসন, মঙ্গলামাড়োর ৯টি আসনের মধ্যে ৯টি আসন, এগরার ১১টি আসনের মধ্যে ১১টি আসন, রামনগরের ১১টি আসনের মধ্যে ১১ টি আসন, কাঁথি- ৪ ক্ষেত্রের ৮টি আসনের ৮টি, কাঁথি-৫ ক্ষেত্রের ৪টি আসনের ৪টি আসন পায় তৃণমূল। তবে কাঁথি- ৬ নির্বাচনী ক্ষেত্রের ৩ টি আসনের সবকটি আসন পেয়েছে বিজেপি। এ দিকে কাঁথি- ১ নির্বাচনী ক্ষেত্রের ৫ টি আসনের মধ্যে ৩ টি পেয়েছে তৃণমূল এবং বাকি দুটি পেয়েছেন তৃণমূলের গোঁজ প্রার্থীরা। কাঁথি- ২ নির্বাচনী ক্ষেত্রের তিনটি আসনের মধ্যে দুটি পেয়েছে তৃণমূল এবং একটি পেয়েছে তৃণমূলের গোঁজ প্রার্থী। কাঁথি ৩ নির্বাচনী ক্ষেত্রের চারটি আসনের তিনটি পেয়েছে তৃণমূল এবং একটি পেয়েছে বিজেপি।

লোকসভার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছিল বিজেপি। এই জেলার দু’টি লোকসভা আসনেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ কো-অপারেটিভ ব্যাঙ্কে দীর্ঘদিন ধরেই প্রভাব রয়েছে শুভেন্দু অনুগামীদের। কাঁথি সমবায় নির্বাচনে জিততে জেলার সর্বস্তরের নেতৃত্বকে মাঠে নামিয়েছিল বিজেপি। কোমর বেঁধে নেমেছিল তৃণমূলও। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়, আশিস চক্রবর্তী এবং সর্বোপরি অখিল গিরি নির্বাচন পরিচালনা করেন। সাম্প্রতিক অতীতে একটি সমবায় নির্বাচনকে নিয়ে এরকম উদ্দীপনা রাজ্যে লক্ষ্য করা যায়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁথি ও এগরার পাঁচটি ভোটগ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনী। কাঁথি সমবায় নির্বাচনে ১০৮টি আসনে মোট ৪৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোট অংশ নিয়েছিলেন ব্যাঙ্কের প্রায় ৮০ হাজার ৪০০ জন সদস্য। কেন্দ্রীয় বাহিনী থাকলেও অশান্তি বাদ যায়নি কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে। রামনগর কলেজে ভোটগ্রহণ কেন্দ্রের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা। তৃণমূল ভোটারদের বাধা দিয়েছে বলে অভিযোগ ছিল বিজেপির। বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *