Tala police station OC arrested by CBI.
সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক: আর জি কর কাণ্ডে Dramatic twist নাটকীয় মোড়! এবার সিবিআই এর হাতে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। এদিকে গ্রেফতার হয়েছে সন্দীপ ঘোষ। এর পাশাপাশি CBI-এর তরফে Arrested গ্রেফতার করা হল টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে আর জি কর Hospital corruption cases হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় CBI গ্রেফতার করেছিল সন্দীপকে।সূত্রে খবর ,দেরি করে FIR রুজুর অভিযোগে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল গ্রেফতার হয়েছেন বলে জানা গিয়েছে।