এখনই শেয়ার করুন।

Rocket attack in Manipur, the situation is spinning!

সংবাদ জনকণ্ঠ নিউজ ডেস্ক: মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে, বিষ্ণুপুর জেলার মইরাং শহরে এই ঘটনা ঘটেছে।রকেট হামলায় died মারা গিয়েছেন এক বৃদ্ধ। কুকি উগ্রপন্থীদের তরফে এই রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। হামলায় আহত হয়েছেন আরও পাঁচ জন। আহতদের মধ্যে রয়েছে ১৩ বছরের এক কিশোরীও।

গত পাঁচ দিনে এই নিয়ে ড্রোন এবং রকেট হামলায় দুই নাবালিকা আহত হল। জানা গিয়েছে, যে বাড়িতে আছড়ে পড়ে রকেটটি, সেটি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মইরেম্বাম কোইরেং সিংহের বাড়ি। ওই বাড়ির অদূরে, ১০০ মিটার দূরেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA)-র মিউজিয়াম রয়েছে।

এই হামলার পর আবারও স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে Manipur Govt মণিপুর সরকার। কারণ এই নিয়ে দ্বিতীয় রকেট হামলা চলল সেখানে। শুক্রবারই মইরাং জেলাতেই দু’টি রকেট হামলা হয়। চূড়াচাঁদপুর, যা কি না কুকি অধ্যুষিত, সেখান থেকে উগ্রপন্থীরা হামলা চালানো হয় বলে জানা যায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *