ডেবরা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় রোড শো তে অংশ নিলেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব।
শুক্রবার ডেবরা চক থেকে ডেবরা অডিটরিয়াম হল পর্যন্ত ভোট লগ্নে প্রচার ও রোড শোতে অংশ নিলেন তারকা প্রার্থী দেব।
এদিন অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সাথে নিয়েই সুসজ্জিত রালি করে প্রচার পর্ব সারলেন দেব।এরপর ডেবরা অডিটোরিয়াম হলে সভায় উপস্থিত হন। এদিন দেব এর রোড শো ও প্রচারের সমর্থনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ডেবরার বিধায়ক হুমায়ূন কবীর, ব্লক সভাপতি প্রদীপ কর, সহ জেলা ও ব্লক স্তরের একাধিক তৃণমূল নেতৃত্বরা।