এখনই শেয়ার করুন।

সামিউল, কেশপুর , পশ্চিম মেদিনীপুর:-দিকে দিকে যখন শাসক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রভাব খাটিয়ে আবাস যোজনার তালিকায় নিজের কিম্বা আত্মীয়র নাম তোলার ঠিক তখনই আবাস যোজনা তালিকা থেকে নিজের নাম বাদ দিয়ে দরিদ্র মানুষকে বাড়ি পাওয়ার যোগ করে বিরল নজির করলেন কেশপুরে শাসক দলের অঞ্চল সভাপতি, তাই বাংলার বাড়ি না নিয়ে ফেরত দিলেন ব্লক অফিসে

আনন্দপুর ৯ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুর রহমানের আর্থিক অবস্থা যে খুব সচ্ছল অবস্থা এমন নয়। নিজে বাংলার বাড়ি পাবার যোগ্য হলেও শাসকদলের নেতৃত্ব হিসেবে পদে থাকার কারণে প্রাপকের তালিকা থেকে নিজের নাম বাতিল করলেন নিজেই। হাবিবুর রহমান আনন্দপুর এর ৯ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি। সম্প্রতি তিনি জানতে পেরেছিলেন তার নাম বাংলার বাড়ি উপভোক্তা তালিকায় প্রকাশ হয়েছে। ২০১৮ সালে যখন এই তালিকা তৈরি হয়েছিল তখন তিনি আবেদন করেছিলেন। তখন শাসকদলের কোন পদে ছিলেন না। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হওয়ার পর তিনি জানতে পারেন পুরনো আবেদনের ভিত্তিতে তার নাম প্রকাশ হয়েছে। এরপরই নিজের নাম বাতিল করার জন্য কেশপুর ব্লক অফিসে ছুটে যান। সেখানে তিনি জানান-” আমি একজন শাসক দলের অঞ্চল নেতৃত্ব। কাজেই গরিবের প্রাপ্য বাড়ি আমার নেওয়া সাজেনা। আমি নিজেও পাওয়ার উপযুক্ত হলেও আমি এই বাড়ি আরো গরিব যারা রয়েছে তাদের দিতে চাই।”লিখিতভাবে এই মর্মে তিনি কেশপুর বিডিও অফিসে আবেদন করেন। তারপরেই তার আবেদন গৃহীত হয়েছে। কেশপুরের বিডিও কৌশিশ রায় জানিয়েছেন-” ওনার আবেদন গৃহীত হয়েছে। তালিকা থেকে নাম বাতিল করেছি। এই ধরনের সদিচ্ছা দেখানোয় উনাদের ধন্যবাদ জানাই।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *