এখনই শেয়ার করুন।

বুবুন পাল , চন্দ্রকোনা , পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুরের বাসিন্দা হাফিজুল মল্লিক তার স্ত্রী পারুল মল্লিক কে ক্ষীরপাই গ্ৰামীন হসপিটালে মাতৃত্বকালীন প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করেন। পরিবারের অভিযোগ ঐ প্রসূতির অবস্থার অবনতি হলে কর্তব্যরত নার্সদের জানালেও তারা গুরুত্ব দেননি এমনকি প্রসূতি কে রেফার করার কথা জানালেও তারা গুরুত্ব দেননি। কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের পক্ষ থেকে প্রসূতির পরিবার কে জানানো হয় যে যেহেতু এটি দ্বিতীয় সন্তান ধৈর্য রাখুন স্বাভাবিক ভাবেই সন্তান ভূমিষ্ঠ হবে।

পরে প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি পুত্র সন্তানের জন্ম দেন , কিন্তু শেষপর্যন্ত রক্ষা করতে পারলেন না সেই সন্তানকে ,কিছু ক্ষনের মধ্যেই পুত্র সন্তান টি মারা যায়। জানা যায় হাফিজুল মল্লিক ও পারুল মল্লিকের আগে থেকেই আছে একটি কন্যা সন্তান আছে। শিশুটির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছাতেই ক্ষীরপাই হসপিটালে ভীড় শুরু করে প্রসূতির পরিবার ও আত্মীয়স্বজন ।

তার পর উত্তপ্ত হয়ে যায় হসপিটাল এলাকা।ঘটনাস্থলে এসে পৌঁছায় ক্ষীরপাই আউট পোস্ট পুলিশ। পরিস্থিতি সামাল দিতে চন্দ্রকোনা থানার ওসি শুভঙ্কর রায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি সামাল দেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *