নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের নেড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত এক মহিলা শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক কৌশিক মণ্ডল তার অজান্তেই ছবি তুলছিলেন।সূত্রে জানা গিয়েছে,গত ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, কোয়াই বালিকা বিদ্যালয়ের বই বিতরণের সময় ঘটনাটি ঘটে।
ওই মহিলা শিক্ষা কর্মী জানান, বারবার বারণ করা সত্ত্বেও অভিযুক্ত তার ছবি তোলা বন্ধ করেননি। তাকে বাধা দিতে গেলে অভিযুক্ত নাকি তার গায়ে হাত দেন।এ ঘটনার পর ভুক্তভোগী কেশপুর থানায় লিখিত অভিযোগ করেন এবং পরে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তিনি আরও অভিযোগ করেছেন, বাড়ি ফেরার পথে অভিযুক্ত শিক্ষক এবং তার সঙ্গীরা তাকে মিটমাট করার প্রস্তাব দেন এবং রাজি না হলে দেখে নেওয়ার হুমকি দেন।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক কৌশিক মণ্ডল এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও সাজানো বলে দাবি করেছেন। তার বক্তব্য, অভিযোগকারী শিক্ষা কর্মী তার বিরুদ্ধে আগে থেকেই অন্যায়ভাবে অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, “ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে, এবং শোকজ হয়েছে। আমরা তার পাশে না দাঁড়ানোয় উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।”মামলার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কেশপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী মহিলা শিক্ষা কর্মী। তিনি বলেছেন, “অভিযুক্তরা নানা বাহানা করে আইনের হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। আমি পুলিশ প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।”এই ঘটনায় শিক্ষা মহল এবং প্রশাসনে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ এবং শিক্ষা দপ্তর উভয়ই তদন্ত শুরু করছে।