এখনই শেয়ার করুন।

ডেস্ক : বাঘের সঙ্গে লড়াইয়ে জয়ী মানুষ, ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী কালিপদ। সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী ও খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার শিকার হলেন এক মৎস্যজীবী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন গোসাবার ছোট মোল্লাখালি ৯ নম্বর গ্রামের বাসিন্দা কালিপদ মণ্ডল।গত বৃহস্পতিবার তিন সঙ্গী নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে বের হন তিনি।

শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া একটি খাঁড়িতে মাছ ধরার সময় আচমকা বাঘের আক্রমণ। পরিস্থিতি ভয়াবহ হলেও সঙ্গীরা সাহসিকতার সঙ্গে বাঘের বিরুদ্ধে লড়াই করে কালিপদকে মুক্ত করে আনতে সক্ষম হন।আহত অবস্থায় তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

রবিবার সকালে তাঁকে স্থানান্তর করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাঁর চিকিৎসা।সুন্দরবনের বাঘ ও মানুষের সংঘর্ষের ঘটনা নতুন নয়, তবে সঙ্গীদের বুদ্ধি ও সাহসিকতা এক মৎস্যজীবীর প্রাণ বাঁচাতে সক্ষম হল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *