বুবুন পাল , চন্দ্রকোনা: শনিবার বিকেলে মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষীরপাইয়ে।বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হোন বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা যায় ঐ বাইক আরোহী চন্দ্রকোনার দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিলেন একই দিকে যাচ্ছিল টোটোটিও , সামনে থাকা টোটো টি হঠাৎ করেই ডানদিকে পাশ নিলে ঘটে যায় দূর্ঘটনা।ঘটনাটি ঘটে ক্ষীরপাই হনুমান মন্দির সংলগ্ন এলাকায়।
সাথে সাথেই জমায়েত হয়ে যায় পথচারীদের। খবর যায় ক্ষীরপাই আউট পোস্ট পুলিশের কাছে। গুরুতর জখম ঐ বাইক আরোহী কে উদ্ধার করে ক্ষীরপাই গ্ৰামীন হসপিটালে নিয়ে যায় ক্ষীরপাই আউট পোস্ট পুলিশ। জখম বাইক আরোহীর নাম মনমোহন মাইতি ,বাড়ী ঘাটাল থানার পান্না এলাকায়।