Dangerous railway gate, accident can happen at any moment, locals demand for improvement
নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনারোড :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কদমডিহা রেলগেটে চলছে উড়ালপুল তৈরির কাজ। কিন্তু বাকি থাকা কাজ ও কাজের গতি দেখে সহজেই অনুমেয় সে কাজ শেষ হতে এখনও কয়েক মাস বাকি। এবার সেই ব্যস্ত চেনা কদমডিহার রেলগেটে ধরা পড়ল রাস্তার বিপজ্জনক হয়ে থাকা বেহাল চিত্র।স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটি একদিকে রানীগঞ্জ হয়ে উত্তর ভারত ও অপরদিকে খড়গপুর হয়ে দক্ষিণ ভারত যাবার যোগাযোগ স্থাপন করে এটি। তাছাড়া এটি জাতীয় সড়ক। এই রাস্তা দিয়ে রোজ কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। এই রকম গর্ত যে কোন সময় দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা চাই রাস্তাটি সংস্কার করা হোক। রেলগেটের দুদিকে ২০ মিটার করে ৪০ মিটার রাস্তা রেলের অংশ। সে কারণে এখানে ওই অংশটি রেল থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয়। সেই অংশটি দীর্ঘদিন মেরামত ও সংস্কার না করার জন্য অত্যন্ত বেহাল হয়ে আছে। জল জমে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তের উপর দিয়েই রোজ ছুটে চলেছে ছোট বড় গাড়ি। এই রাস্তার উপর দিয়েই যাতায়াত করেন কদমডিহা থেকে শুরু করে সারেঙ্গা, কিয়াবনি গ্রামের স্থানীয় বাসিন্দারা। উক্ত অংশটি সংস্কার হলে উপকার হবে অনেকের।
কদমডিহা গ্রামের বিকাশ বারিক বলেন। এখানে উড়ালপুলের কাজ চলছে চাইলে ওরাই সারিয়ে দিতে পারে। একটুখানি মেরামত করলেই অনেক বড় বড় বিপদ এড়ানো সম্ভব। এ রাস্তা দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে টিউশনিতে পড়াশোনার জন্য যাতায়াত করছে। আমরা ভয়ে ভয়ে থাকি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব।প্রশাসনের তরফে কোন বক্তব্য না পাওয়া গেলেও বিপদজনক এই রাস্তাটি কবে সারানো হয় সেদিকেই নজর কদমডিহা গ্রামবাসীর।