নিজস্ব প্রতিনিধি পশ্চিম মেদিনীপুর: এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জোতকেশব-কালীতলা এলাকায় শনিবার সকালে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিলন রানা (২৪)-এর দেহ উদ্ধার হয়। বাড়ির দরজা আধকপাট খোলা দেখে তার দাদা ভেতরে গিয়ে সিলিং ফ্যানে ফাঁস লাগানো অবস্থায় মিলনকে দেখতে পান।
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিলন অবিবাহিত ছিলেন, পিতলের জিনিসপত্র পালিশ এবং মাইকের ব্যবসা করতেন। প্রেমঘটিত বিষয় থেকে এই মৃত্যুর সম্ভাবনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাক্তন পঞ্চায়েত প্রধান অপর্ণা পাল ঘটনার প্রতি শোক প্রকাশ করেছেন।