তারক হরি, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ট্যাবাগেড়িয়া নদী ঘাটে কাসাই নদীতে ভেসে আসা একটি সদ্যোজাত শিশুর দেহ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীর জলে দেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ডেবরা থানায় খবর দেন।
পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শিশুটির মৃতদেহ কোথা থেকে এবং কীভাবে নদীতে এল, তা নিয়ে ধন্ধে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার কারণ শনাক্ত করার জন্য নানাদিক থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।