এখনই শেয়ার করুন।

শুভ্রজ্যোতি ঘোষ,পূর্ব বর্ধমান: স্বাধীনতা সংগ্রামী মহানায়ক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে আজও ভগ্নাবস্থায় পড়ে আছে। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের বড়বৈনান অঞ্চলের সুবলদহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার জন্ম হয়েছিল ১৮৮৬ সালের ২৫ মে। অথচ তার ঐতিহাসিক জন্মভিটে এখন অবহেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।গ্রামের বাসিন্দারা জানান, এই স্থানের ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ব থাকা সত্ত্বেও এটি কোনো সংরক্ষণের আওতায় আসেনি।

রাসবিহারী বসুর স্মৃতি বিজড়িত স্থানটি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন, এই জায়গাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। তাদের মতে, এতে যেমন স্থানটির ঐতিহ্য রক্ষা পাবে, তেমনই এটি জাতীয় পর্যায়ে নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচিত করবে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, “রাসবিহারী বসুর মতো একজন মহান বিপ্লবীর জন্মভিটে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত লজ্জার। আমরা চাই, সরকার অবিলম্বে উদ্যোগ নিয়ে এই জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করুন, যাতে ইতিহাস জীবন্ত হয়ে থাকে।”এখন দেখার, এই দাবি প্রশাসনের নজরে আসে কি না এবং ঐতিহাসিক স্থানটির যথাযথ সংরক্ষণ ও উন্নয়ন করা হয় কি না।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *