নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। বালিচক ফ্লাইওভারের দু’দিকের জরাজীর্ণ সার্ভিস রোড স্থায়ীভাবে মেরামতের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও প্রশাসনের কাছে বারবার আর্জি জানানো সত্ত্বেও বিষয়টি উপেক্ষিত ছিল। অবশেষে গত ১১ নভেম্বর, বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়।সেখানে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছিল যে ২০ নভেম্বরের মধ্যে কাজ শুরু হবে।
সেই প্রতিশ্রুতি অনুযায়ী, গতকাল থেকে সার্ভিস রোডের মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এবার অস্থায়ী সমাধান নয়, পুরোপুরি পাকা রাস্তায় রূপান্তরিত করা হবে এই গুরুত্বপূর্ণ সার্ভিস রোড।প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে।
বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া জানিয়েছেন, “দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন শুরু হওয়ায় আমরা খুশি। তবে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে, এই আশাই করি।”বালিচক ও আশপাশের এলাকার মানুষের জন্য এটি একটি বড় স্বস্তির বিষয়।