নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক এলাকার বাসিন্দা এবং প্রখ্যাত সর্প উদ্ধারকারী দীপক সর্দার, ওরফে মুজেহার গাজী, আকস্মিকভাবে প্রয়াত হলেন। সর্প সচেতনতা শিবির এবং জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অতুলনীয়।
সূত্রের খবর, একটি কেউটে সাপ উদ্ধারের পর পরিচর্যার সময় সাপটি তাঁকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়। কিন্তু পরে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।দীর্ঘ সময় ধরে তিনি জীববৈচিত্র্য রক্ষা এবং সর্প উদ্ধারের জটিল কাজে নিবেদিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবেশ ও বিজ্ঞান আন্দোলনের জগতে বড় শূন্যতা সৃষ্টি হয়েছে।
তাঁর অকাল প্রয়াণে এলাকাবাসী এবং বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।