Special tables are roaming in the areas to make the farmers aware
কৃষক বন্ধুদের সচেতন করতে এলাকায় ট্যাবলো
সংবাদ জনকণ্ঠ,বুবুন পাল, চন্দ্রকোণা ,পশ্চিম মেদিনীপুর:-প্রাকৃতিক ঝড়ঝাপটা ও বন্যা পরিস্থিতি কোনোও রকমে কাটিয়ে চাষের কাজে মন দিয়েছেন চাষীভাইরা। ইতিমধ্যেই সোনার ফসল ধান পাকতে শুরু করেছে , কৃষকেরা সেই সোনার ফসল বাড়ী নিয়ে যাওয়ার জন্য মাঠে নেমেছেন।
সময়ের সাথে পাল্লা দিয়ে এখন অত্যাধুনিক কৃষি যন্ত্র হারভেস্টারের মাধ্যমে সোনার ফসল কাটতে শুরু করেছেন।ঐ কৃষি যন্ত্রের মাধ্যমে ধান কাটার পর জমিতে পড়ে থাকা নাড়া।আর এখানেই শুরু সমস্যা।কৃষকেরা জমিতেই পুড়িয়ে দেন ধানঝেড়ে নেওয়ার পর পড়ে থাকা নাড়া পরিবেশের তোয়াক্কা না করেই যথেচ্ছ ভাবে পুড়িয়ে দেওয়া হচ্ছে।
যার কারণে চাষযোগ্য জমির ক্ষতির সম্মুখীন হয় উর্বরতা শক্তি ক্ষয় হয়। ধান কাটার পর যাতে কৃষক বন্ধুরা সেই নাড়া পুড়িয়ে না দেন সেই কারণে চন্দ্রকোনা ওয়ান ব্লক কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ট্যাবলো নিয়ে এলাকায় প্রচার শুরু হলো।