এখনই শেয়ার করুন।

সংবাদ জনকন্ঠ ডেস্ক : রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা স্থিতিশীল রাখতে বেশি করে পুলিশ নিয়োগের দাবি রেখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সিভিক ভলেন্টিয়ারদের পুলিশে নিয়োগের ক্ষেত্রে বিশেষ ছাড়পত্র দেওয়ার কথাও ঘোষণা করেছেন। কিন্তু তারপরেও রাস্তায় পুলিশের চাকরি প্রার্থীরা। পুলিশের পরীক্ষায় স্ক্যাম বন্ধ করে অবিলম্বে পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে। এ ছাড়া আরও উচ্চ দাবি নিয়ে পথে নামলেন চাকরি প্রার্থীরা। শিক্ষক পিএসসি নিয়োগের দাবিতে রাস্তায় হাঁটা প্রার্থীদের মতন এবার তারাও নামলেনপথে।

শিয়ালদহ বিগ বাজারে সামনে দিয়ে মিছিল করে ধর্মতলা পর্যন্ত যায় তাদের বিক্ষোভ। এই মহামিছিলে বেশ কয়েকটি দাবী জানানো হয়। আদালতে তদন্তাধীন রয়েছে ওবিসি সংরক্ষণ মামলা। অবিলম্বে সেই মামলার জট কাটিয়ে সব চাকরিতে নিয়োগের বন্দোবস্ত করতে হবে। পুলিশের চাকরির ব্যবস্থা করতে হবে দ্রুত। পুলিশের চাকরিতে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতন অভিযোগ উঠেছে বারবার। কম্পিউটার বেসিক ট্রেনিং বা সিবিটি মোডে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ স্বচ্ছতার উপরে গুরুত্ব আরোপ করেছেন প্রার্থীরা। পুলিশ পরীক্ষায় সিভিক রিজার্ভেশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অর্থাৎ সিভিকদের জন্য অতিরিক্ত সুবিধা দানের সুযোগ বন্ধ করতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। এই মিছিল ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা ছিল পুলিশবাহিনী। এদিন একই সাথে রাস্তায় হাটেন পুরুষ এবং মহিলা চাকরিপ্রার্থীরা।

প্রশাসনিক ব্যবস্থাকে সচল রাখতে অবিলম্বে আগামী বছরের আগেই পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে বলে দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *