এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোঁড়ার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুড়ঙ্গ পথ। স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোঁড়ার সময় মঙ্গলবার সকালে দেখা যায়, চুন-সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুড়ঙ্গ। ধারণা করা হচ্ছে, এটি বহু পুরনো কোনো স্থাপনার অংশ, যা হয়তো কোনো মন্দির বা জমিদারবাড়ির অবশেষ।খননকারী গৃহের এক সদস্যা অনিমা ঘোষ জানান, আমরা বাপ ঠাকুরদার আমল থেকে এই এলাকায় বসবাস করছি।সেই জায়গায় পাকা বাড়ি নির্মাণের জন্য গর্ত খনন করার কাজ চলছিল, সেইসময় হটাৎই গর্তের ভেতর থেকে একটি সুরঙ্গ লক্ষ্য করা যায়, এবং পাশেই একটি গর্ততে সিড়ির ধ্বংসাবশেষ নজরে আসতেই কাজ বন্ধ করে দেন বাড়ি নির্মাণকারীরা।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘোষ পরিবারে ওই সুরঙ্গ দেখতে ভিড় করেন গ্রাম ও আশেপাশের উৎসুক মানুষজন।স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ১৫ ফুটের সুড়ঙ্গ টি দেখতে পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে জমিদারি আমলের শ্রীধর মন্দির বলেই মনে করা হচ্ছে।অনিমা আরও জানিয়েছেন, পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের মুখে শুনেছি এই এলাকায় জমিদারদের বসবাস ছিল।এটি সেই জমিদার আমলের গৃহ বা মন্দিরের অংশবিশেষ হতে পারে।এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়।

চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে পর্যবেক্ষণ করছেন। জানা গেছে, মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা। প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ায় সবাই এখন অপেক্ষায় রয়েছে এর রহস্য উদঘাটনের।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *