নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পিংলা থানা পুলিশ সম্প্রতি একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জামানা থেকে বারবেটিয়া পর্যন্ত রাজ্য সড়কে অত্যাধিক যানবাহন চলাচল ও দ্রুতগতির গাড়ি চালনার ফলে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে এবং দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ।বাইকে হেলমেট না পরে যাতায়াত করা যাত্রীদের সচেতন করতে পুলিশ প্রত্যেককে দাঁড় করিয়ে হেলমেট পরার গুরুত্ব বোঝাচ্ছেন।
পাশাপাশি , তারা অনুরোধ করেছেন যে শুধুমাত্র চালক নয়, বাইকে যতজন যাত্রী থাকুন না কেন, সবারই হেলমেট পরা উচিত। পুলিশ এও বলেছে, “আপনার জীবনের সুরক্ষার জন্য হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিয়ম মেনে চলুন।”প্রতিদিনের মতো যেভাবে যানবাহনের সংখ্যা বাড়ছে, সেভাবেই দুর্ঘটনার হারও বাড়ছে। তাই ব্যস্ত সড়কে উঠলেই হেলমেট পরিধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে পিংলা থানা পুলিশ। এই প্রচেষ্টার মাধ্যমে তারা সাধারণ মানুষের জীবন রক্ষা এবং দুর্ঘটনার হার কমানোর উদ্দেশ্যে কাজ করে চলেছে।