নিজস্ব প্রতিনিধি : ন্যাশনাল প্রেস দিবসের প্রাক্কালে ভারতবর্ষের প্রধান এবং সর্বপ্রথম ওয়েব জার্নালিস্টদের সংগঠন “ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া” রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে প্রেসক্লাব অফ কলকাতাকে ডেপুটেশন দিয়ে পারস্পরিক সম্মান ও সমন্বয়ের বার্তা দিল । ভারত সরকারের মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্বীকৃত এই সংস্থায় এই মুহূর্তে দেশের প্রায় সাড়ে তিনশোর ওপর প্রথম সারির ডিজিটাল চ্যানেল এবং ওয়েব জার্নালিস্টরা যুক্ত রয়েছেন। মূলত কয়েক হাজার ওয়েব জার্নালিস্টদের এক সুতোয় বেঁধে একটি সিস্টেমের মধ্যে আনা এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আগামীদিনে ডিজিটাল মিডিয়াই সংবাদ পরিবেশনের অন্যতম প্রধান মাধ্যম হতে চলেছে । সেই কারণেই প্রায় সমস্ত এয়ার চ্যানেল এবং প্রথম সারির সমস্ত সংবাদপত্র গুলোর নিজস্ব ডিজিটাল মিডিয়া চ্যানেল, ফেসবুক পেজ বা লাইভ ইউটিউব চ্যানেল রয়েছে । কিন্তু সমস্যা হচ্ছে ডিজিটাল চ্যানেলগুলোর জন্য খুব একটা সুস্পষ্ট বহুল পরিচিত আইন কানুন নেই ।
তাই অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত হন । এই রকম অবস্থায় ডিজিটাল চ্যানেল গুলোকেই নিজেদের স্বীকৃতি এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে । আমরা চাই ডিজিটাল এবং প্রিন্ট মিডিয়া নির্বিশেষে কোন সাংবাদিক বন্ধুকে যেন পেশাগত কারণে খবর সংগ্রহ করতে গিয়ে কোন অপ্রীতিকর পরিস্থিতি বা হিংসাত্মক আক্রমণের শিকার না হতে হয় । আবার সাংবাদিকদেরও মাথায় রাখতে হবে কোন মিথ্যা বা পক্ষপাতদুষ্ট খবর যেন না পরিবেশিত হয় কারণ ভুল বা মিথ্যা খবরের ভিত্তিতে সমাজে কোন রাজনৈতিক, সাম্প্রদায়িক বা সামাজিক সমস্যা বা হানাহানির মত পরিস্থিতি তৈরি হলে তা দেশ ও জাতির কাছে অত্যন্ত বিপজ্জানকে ।
খুব তাড়াতাড়ি আমরা ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের স্বীকৃতি, সুযোগ সুবিধা এবং দাবিদাওয়া নিয়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মিনিস্ট্রি অব ইনফরমেশন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছে ডেপুটেশন দিতে এবং সাক্ষাৎ করতে চলেছি । প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়া নির্বিশেষে সকলেই যে এক অবিভক্ত সাংবাদিক পরিবারের সদস্য সেই বার্তা সারা ভারতবর্ষে একমাত্র “ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা” দিতে পারে কারণ একথা সবাই জানে অতীতে বিভিন্ন ক্ষেত্রে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখিয়ে এসেছে । বাংলার সমস্ত ডিজিটাল মিডিয়ার বন্ধুদের আমরা আমাদের সদস্য হওয়ার জন্য বার্তা দিচ্ছি কারণ আমাদের মেম্বারশিপ শুল্ক অত্যন্ত কম এবং সমস্ত রকম স্বচ্ছতা এখানে রক্ষা করা হয় । শুধু তাই নয় যারা নতুন ডিজিটাল বা আর.এন.আই. নম্বর সহ প্রিন্টিং নিউজ পেপার প্রকাশ করতে চান তাদেরকেও সমস্ত রকম টেকনিক্যাল সাহায্য করে থাকে এই সংস্থা ।
আজকেও মান্ত্রাস ফাউন্ডেশন নামের এক সংস্থার নিউজ চ্যানেল এম.এস.এম.ই.টাইমসকে অভিভাবক হিসেবে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিল ওয়েব জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা । কলকাতার টালিগঞ্জ , কুঁদঘাট , উত্তর চব্বিশ পরগনার বারাসাত, বিরা সহ একাধিক জায়গায় এই সংস্থার প্রশিক্ষণকেন্দ্র রয়েছে যেখানে খুব কম খরচে হাতে কলমে ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভয়েস ওভার, মাইক্রোফোন হাতে সংবাদ সংগ্রহ, ক্যামেরা রেকর্ডিং, ডিজিটাল মার্কেটিং, নিউজ অ্যাঙ্করিং, মোবাইল ও কম্পিউটারে প্রয়োজনীয় এডিটিং ও সফটওয়্যারের ব্যবহারসহ ডিজিটাল সাংবাদিকতার সমস্ত খুঁটিনাটি দিক শেখানো হয় এবং আইডেন্টিটি কার্ড ও সার্টিফিকেট দেওয়া হয় । আগামীদিনে ডিজিটাল জার্নালিস্টরা সাংবাদিকতায় সুশিক্ষিত ও পারদর্শী হয়ে যেন অর্থোপার্জনের পাশাপাশি নিজেদের স্বীকৃতি ও সুযোগসুবিধা আদায় করতে পারে, পরস্পরের পাশে দাঁড়িয়ে প্রস্পরকে সমৃদ্ধ ও শক্তিশালী করতে পারে সেটাই আমাদের সংগঠনের প্রধান উদ্দেশ্য ।