সংবাদ জনকন্ঠ নিউজ ডেস্ক :রোগের দাওয়াই মানেই ওষুধ। কিন্তু এই ওষুধ কিনতে গিয়ে জীবন পাত সাধারণ মানুষের। জীবন দায়ী ওষুধের দাম যে আকাশ ছোঁয়া। কিভাবে ওষুধ কিনে খাবেন মধ্যবিত্ত সাধারণ মানুষ। তাইতো সাধারণ মানুষের সুবিধার্থে চলে এলো, প্রধানমন্ত্রী ভারত জন ওষুধ কেন্দ্র। যেখানে সবচেয়ে কম দামে জীবন দায়ী ওষুধ পাওয়া যাবে। নানা রকম ওষুধ পাওয়া যাবে একেবারে ন্যূনতম মূল্যে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জন ওষুধ কেন্দ্রের শিলান্যাস করলেন। বিহারের দারভাঙ্গা জেলা থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভার্চুয়ালি এই জন ঔষধ কেন্দ্রের উদ্বোধন করেন। নরেন্দ্র মোদির কুদঘাট মেট্রো স্টেশনে প্রথমে প্রধানমন্ত্রী ভারত জন ওষুধ কেন্দ্রের আরম্ভ করা হয়।। বাংলার বিভিন্ন স্টেশন গুলিতে এই জন ঔষধ কেন্দ্র খোলা হবে। যেখানে অল্প পয়সায় পাওয়া যাবে বিভিন্ন রোগের ওষুধ। প্যারাসিটামল থেকে শুরু করে ক্যান্সারের মতন মারন রোগের ওষুধ পর্যন্ত পাওয়া যাবে এই জন ঔষধি কেন্দ্র থেকে।
এছাড়া মিলবে আরো নানা প্রকার ওষুধ। এই জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন হলে বহু সাধারণ মানুষ উপকৃত হবে বলে বিশেষজ্ঞ মহলের মতামত। প্রসঙ্গত দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য জন ঔষধি কেন্দ্র। এবার বিভিন্ন স্টেশনে স্টেশনে তৈরি হবে এই জন ঔষধি কেন্দ্র।