এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক ফ্লাইওভার নির্মাণের কাজে দীর্ঘ বিলম্বে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকার মানুষ। বালিচক স্টেশন উন্নয়ন কমিটি এই উড়ালপুলের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছে। পাঁচ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও ফ্লাইওভারের কাজ সম্পন্ন না হওয়ায় লক্ষাধিক মানুষ নিত্যদিনের যাতায়াতে সমস্যায় পড়ছেন। গুটিকয়েক শ্রমিক নিয়ে অত্যন্ত ধীরগতিতে কাজ চলায় মানুষের অসুবিধা আরও দীর্ঘায়িত হচ্ছে।বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণের কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও, ফ্লাইওভারের দুই পাশে স্থায়ীভাবে সার্ভিস রোড মেরামত এবং জল নিষ্কাশনের জন্য দুটি কালভার্ট নির্মাণের দাবি করেছেন। বর্ষা এলে বালিচক রেল স্টেশনের উত্তর দিকে প্রতিবছর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যা এই কালভার্ট নির্মাণের মাধ্যমে সমাধান সম্ভব।তারা আরও দাবি করেছেন যে, রেল ক্রসিংয়ের উপর নির্মিত ফ্লাইওভার অংশে চারটি সিঁড়ির ব্যবস্থা রাখা হোক, যাতে মানুষ নিরাপদে পারাপার হতে পারেন।

এই দীর্ঘমেয়াদী সমস্যাগুলি সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।পাশাপাশি সোমবার বিকাল তিনটায় পিডব্লিউডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশন দেয় বালিচক স্টেশনের উন্নয়ন কমিটি।বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে, তাদের এই দাবিগুলিকে গুরুত্ব দিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *