এখনই শেয়ার করুন।

নিজস্ব প্রতিনিধি , কোলকাতা:- সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথমে আবদার,তারপর আপত্তি সত্ত্বেও নাকি জোর করেই এক মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় অভিযোগ জনসমক্ষে আসতে তোলপাড় শুরু হয়েছে বাম মহল তো বটেই আলোড়ন রাজ্য জুড়ে । পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থেকে উঠে আসা তরুণী সাংবাদিক নন্দিতা ঘোড়ই(নাম পরিবর্তিত)এর স্যোসাল মিডিয়ায় প্রথমে লাইভ করে অভিযোগ সামনে আনার পরেই তোলপাড়। যদিও বাম নেতা তন্ময় ভট্টাচার্য(Tanmay Bhattacharya) বলেন,’ আমি স্তম্ভিত, সম্পূর্ণ মিথ্যে বং বানানো অভিযোগ।
মেয়েটি এঁর আগে ১০ বার আমার সাক্ষাৎকার নিয়েছে । আজকে সে কেন এই ধরনের অভিযোগ করল বুঝতে পারছি না।

‘রবিবার সন্ধ্যায় এই মুহূর্তে’র পক্ষ থেকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতিবেদককে জানান, একটি স্মরণ সভা অনুষ্ঠানে বর্তমানে রয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এরকম একটি গুরুতর অভিযোগ জনসমক্ষে এসেছে তার প্রতিক্রিয়া কি জানতে চাইলে তন্ময় বাবু টেলিফোনের অপরপ্রান্ত থেকে বলেন, আমি স্তম্ভিত। যে অভিযোগ আমার দিকে আনা হয়েছে তা অসত্য এবং বানানো। এর আগে ওই মেয়েটি আমার দশ বার সাক্ষাৎকার নিয়েছে। কিন্তু সে এবার কেন এই ধরনের ঘটনা ঘটালো তা তিনি বুঝতে পারছেন না বলে তন্ময় বাবু নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে ডি ওয়াইএফ আই – এর রাজ্য সভাপতি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগের পুলিশি তদন্ত দাবি করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ(Kunal Ghosh


ওই মহিলা সাংবাদিক আরও জানিয়েছেন, ‘ কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। তবে সেই সময় ক্যামেরাটা অন থাকলে খুবই ভালো হত।’ পাশাপাশি মহিলাটি অভিযোগ তুলেছেন, ‘ বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছ্ন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে আজ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফেসবুকে লাইভ করছি ।’ ইতিমধ্যেই ওই ভিডিও শেয়ার করে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ।


তন্ময় ভট্টাচার্য সিপিএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই- এর(DYFI) এক সময় রাজ্য সভাপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন দমদমের বিধায়ক। তবে ২০২১ সালে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে হেরে যান তন্ময়। শুধু তাই নয় চলতি বছর বরাহনগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েও জয়ী হতে পারেনি তিনি। আর এই আবহে এবার প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল মহিলা সাংবাদিককে অভব্য আচরণের অভিযোগ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *