নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড় দানার প্রভাবে জেলা জুড়ে অবিরত বৃষ্টি,ফলে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক রেল লাইনের উত্তর দিকে রাস্তার উপর ক্রমশ জল উঠছে। রাতের দিকে জল বাড়ার আশঙ্কা। বিভিন্ন বাড়িতে জল ঢুকে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে পাওয়ার স্টেশনের দক্ষিণ দিকে রাস্তাটি জলে ডুবে রয়েছে। রেলের পক্ষ থেকে জল নিকাশির জন্য সামান্য ছোট নালাটিকে সংস্কার পর্যন্ত করা হয়নি।
বেশ কয়েকটি স্ট্রিট লাইট গুলো দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে। এই উদাসীনতার বিরুদ্ধে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি স্টেশন ম্যানেজারের নিকট সমস্যাটি তুলে ধরছে।কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভূঁইয়া বলেন, পাওয়ার হাউসের দক্ষিণ পাশের দেওয়ালের পাশ দিয়ে যে রাস্তাটি রেল ক্রসিং পর্যন্ত গিয়েছে সেটি জল নিকাশির অভাবে ডুবে গিয়েছে।
পাওয়ার হাউসের দক্ষিণ পাশের দেয়াল বরাবর একটি নিকাশি নালা থাকলেও সেটি সংস্কার করা হয়নি। তাই পুরোপুরিভাবে জল রাস্তার উপরে ডুবে রয়েছে এবং তার কিছুটা জল পাওয়ার হাউসের ভেতরেও ঢুকছে। যাত্রী সাধারণ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে ওখান দিয়ে পারাপার করছে। ওই রাস্তার পাশের স্ট্রীট লাইটও অনেকগুলি জ্বলছে না। সমস্যা গুলি সমাধানের জন্য স্টেশন ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।