Surprise again! Uttar Pradesh's Prem Mandir will catch the eye of the visitors at Pingla Jalachak.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত জলচক এ বছর দুর্গা পুজোকে ঘিরে ভক্তদের জন্য এক নতুন চমক নিয়ে হাজির হয়েছে। জলচক গোকুলচক নটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের মণ্ডপ সজ্জায় উঠে আসছে উত্তরপ্রদেশের বিখ্যাত বৃন্দাবনের প্রেম মন্দিরের আদল। শ্রীকৃষ্ণের প্রেমে পূর্ণ সেই ঐতিহাসিক মন্দিরের রূপ এবার দর্শকরা পুজো মণ্ডপে সামনে থেকেই উপভোগ করতে পারবেন।
প্রতি বছরই পুজো উদ্যোক্তারা নানান অভিনবত্ব নিয়ে আসেন, কিন্তু এ বছরের পরিকল্পনা একটু অন্যরকম। শ্রীকৃষ্ণের প্রেম মন্দির, যা বহু ভক্তের কাছে স্বপ্নের গন্তব্য, তা চাক্ষুষ করতে অনেকেই যেতে পারেন না সুদূর উত্তরপ্রদেশের বৃন্দাবন। তাই তাদের সেই ইচ্ছা পূরণ করতেই এবারে এই বিশেষ উদ্যোগ। প্রেম মন্দিরের অসাধারণ স্থাপত্য এবং আভিজাত্যকে জলচকের মণ্ডপে তুলে ধরতে কাজ করছে একদল মেধাবী শিল্পী, যারা দিনরাত এক করে মণ্ডপ নির্মাণে ব্যস্ত।জলচকের এই দুর্গা পুজো এবছর ৬৭তম বর্ষে পা দিয়েছে। পুজোর এই মণ্ডপের বাজেটও বেশ চোখে পড়ার মতো—প্রায় ৪০ লক্ষ টাকা। প্রতিমা, আলোকসজ্জা, এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের এই অপূর্ব মেলবন্ধন দর্শকদের এক অন্যরকম অনুভূতি দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
তারা আশা করছেন, প্রেম মন্দিরের মতোই এই মণ্ডপ সজ্জা দুর্গা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।পুজোর দিনগুলোতে হাজার হাজার দর্শনার্থী এই মণ্ডপে ভিড় জমাবে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এই চমকপ্রদ মণ্ডপ শ্রীকৃষ্ণের লীলাকে মূর্ত করতে চলেছে, যা দেখতে এলাকাবাসী থেকে শুরু করে দূরদূরান্ত থেকে ভক্তরা আসবেন। জলচকের এই অনন্য পুজো সবার মন ছুঁয়ে যাবে, এমনটাই আশা করছেন কমিটির সদস্যরা।