Mysterious death of minor in Kharagpur, sister and boyfriend arrested.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: রেল শহর খড়গপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকায় পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ১০ বছরের নাবালক মনোজিৎ সিংয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বীভৎস দুর্গন্ধযুক্ত মৃতদেহটি শনিবার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, প্রায় ৪৮ ঘন্টা আগে ওই নাবালককে খুন করা হয়েছে। ঘটনায় সন্দেহের তালিকায় উঠে এসেছে মনোজিৎ-এর দিদি লিজা সিং ও তার প্রেমিক সোনু কুমারের নাম। পুলিশ ইতিমধ্যেই তাদের দু’জনকেই গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।উল্লেখ্য,মনোজিতের বাবা, রেলকর্মী রাজু সিং, বছরখানেক আগে মারা যান এবং তার চাকরিটি মাসখানেক আগে পেয়েছে লিজা সিং।
শুক্রবার সন্ধ্যায় মনোজিৎ-এর মা দিজিয়া দেবী খড়গপুর টাউন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, যেখানে তিনি জানান যে তার ছেলে বিকেল থেকে নিখোঁজ। পুলিশের তরফে তদন্ত শুরু হতেই পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশের সন্দেহ, মনোজিৎ-এর মৃত্যুতে তার পরিবারের সদস্যরাই জড়িত।তদন্ত চলাকালীন মনোজিৎ-এর দিদি লিজা সিং ভেঙে পড়ে এবং তার প্রেমিক সোনু কুমারের সাথে যোগসাজশ করে ভাইকে খুন করার কথা স্বীকার করে।
যদিও খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, পুলিশের অনুমান বাবার চাকরি নিয়ে ভবিষ্যতে ভাই যাতে কোনো সমস্যা না করতে পারে, সেই আশঙ্কায় তাকে খুন করা হয়েছে।জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, তদন্ত এখনও চলছে এবং দিদি ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঘিরে রেল শহর খড়গপুর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।