এখনই শেয়ার করুন।
Charitable organizations, relief distribution and medical camps in Ghatala stood beside the flood victims.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায় বন্যার ভয়াবহ পরিস্থিতিতে হাজার হাজার মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। প্রতিদিনই তাদের কষ্ট আরও বাড়ছে, কারণ জলমগ্ন এলাকায় খাবার, পানীয় জল, এবং চিকিৎসার তীব্র অভাব দেখা দিয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে বুধবার ঘাটালের নিশ্চিন্দীপুর, ধরমপুর, দন্দিপুর সহ বেশ কিছু এলাকায় বন্যার্তদের সাহায্য করতে এগিয়ে এল ইন্টারন্যাশনাল হিউমান ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি সমাজসেবী সংস্থা।

এদিন সংস্থার পক্ষ থেকে দুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার, পানীয় জল, শাড়ি এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। বন্যার পানির মাঝে আটকে পড়া মানুষজনের জন্য এই সামান্য সাহায্য কিছুটা হলেও তাদের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘব করতে সাহায্য করে। পাশাপাশি সংস্থার তরফ থেকে একটি মেডিকেল ক্যাম্পও আয়োজন করা হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ওষুধ বিতরণ করা হয়।

ইন্টারন্যাশনাল হিউমান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও মুখ্য সম্পাদক আজিজ উসমানী জানান, “কয়েক লক্ষাধিক মানুষ নিরীহ ও অসহায় অবস্থায় আছেন জলের মাঝে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিছু সাহায্যের জন্য। আমরা দুর্গতদের সামান্য কিছু খাবার, শাড়ি, মহিলাদের স্যানিটারি প্যাড, এবং কিছু জরুরি মেডিসিন তাঁদের হাতে তুলে দিয়েছি। আমাদের বেশ কিছু শুভানুধ্যায়ী সদস্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষদের সেবায় আমরা সদা নিয়োজিত রয়েছি, এবং সমর্থ্য অনুযায়ী আগামী দিনেও মানুষের পাশে থাকব।”তিনি আরও বলেন, “এত বড় বিপর্যয়ের মুখোমুখি হয়ে মানুষ অসহায় হয়ে পড়েছেন, তাই আমাদের কর্তব্য তাঁদের পাশে থাকা। আমরা ভবিষ্যতে আরও বড় আকারে ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ নেব।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *