এখনই শেয়ার করুন।

Actor Mithun Chakraborty is being honored with “Dada Saheb Phalke

সংবাদ জনকণ্ঠ ডেস্ক: সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বার্তায় এই গৌরবময় ঘোষণা করেছেন। আগামী ৮ ই অক্টোবর ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই বিশেষ সংবর্ধনায় ভূষিত হবেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এদিন x হ্যান্ডেলে এই খুশির খবর জ্ঞাপন করে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, মিঠুনদার অবিস্মরণীয় অভিনয় তার পরবর্তি প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা । ভারতীয় সিনেমায় তার কৃতিত্ব এবং দেশীয় সিনেমাকে গৌরবান্বিত করার জন্য এই পুরস্কার পেতে চলেছেন তিনি। চলতি বছরের প্রথমে আরো এক পুরস্কারে ভূষিত হয়েছিলেন মিঠুন।

পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় পর মিঠুন জানিয়েছেন, কলকাতার এক এদো গলি থেকে উঠে আসা অখ্যাত ছেলে। মুম্বাইতে গিয়ে দিনের পর দিন রাস্তায় শুয়ে স্ট্রাগল করেছে তার এই সম্মান কেবল ভালোবাসার জন্য উৎসর্গিত। এদিকে মিঠুন চক্রবর্তীর এই প্রাপ্তিকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। তাঁর এই খুশির খবর রাজ্য বিজেপির অন্দরেও বইছে। বর্তমানে বিজেপি দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তাঁর । রাজনৈতিক থেকে বাঙালি মহলেও বাংলার ছেলের এই প্রাপ্তির খবরে উৎসবের আমেজ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *