Jump from the top floor of government housing! Why? Police investigating.
সংবাদ জনকণ্ঠ ডেস্ক: সল্টলেকের এফএফ ব্লকের সেচ আবাসন থেকে উদ্ধার হল এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বছর কুড়ির ওই ছাত্র ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মৃতের নাম গৌরব দত্ত (২০), তিনি নিউটাউনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
শুক্রবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় খবর আসে যে সল্টলেকের এফএফ ব্লকে সেচ আবাসনের বহু তলার নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তদন্তে নেমে পুলিশ জানতে পারে, গৌরবের সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল।
এছাড়াও, একটি প্রেমের সম্পর্ক নিয়েও অস্বস্তির মধ্যে ছিলেন গৌরব। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।