Impact of low pressure, risk of flooding due to increase in the water level of Shilavati river, many villagers are in trouble.
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে চন্দ্রকোনা ২নং ব্লকের কাঠের সাঁকো প্রায় ডুবতে চলেছে, যা একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শিলাবতী নদীর তীরবর্তী এলাকার মানুষজন ভাঙ্গনের আতঙ্কে রয়েছেন, কারণ দুর্বল বাঁধগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জল ঢুকে পড়তে পারে গ্রামগুলিতে, বাড়িয়ে দেবে বিপদ।
এদিকে, ঘাটাল ইতিমধ্যেই বন্যায় জলমগ্ন। শিলাবতীর বাড়তি জল সেই এলাকায় গিয়ে পড়লে ঘাটালবাসীর জন্য নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আগে নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী ও মণ্ডপ শিল্পীরাও চরম দুশ্চিন্তায় রয়েছেন। মৃৎশিল্পীরা চিন্তিত প্রতিমা সঠিক সময়ে মণ্ডপে পৌঁছবে কিনা, মণ্ডপ সাজানোর কাজ সম্পূর্ণ করতে পারবেন কিনা।
ইতিমধ্যেই থিমের কাজ ঘরের মধ্যেই চালাতে বাধ্য হচ্ছেন তারা।নিম্নচাপের কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিঘার পর বিঘা ধান জমি নষ্ট হয়েছে, শাকসবজির দামও আকাশছোঁয়া, যা চাষিদের পাশাপাশি সাধারণ মানুষকেও সমস্যায় ফেলছে।নদী তীরবর্তী মানুষজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।