এখনই শেয়ার করুন।

District Magistrate and Superintendent of Police visit Ghatal Hospital, secure maternity services even in flood conditions.

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল হাসপাতালে মাদারস হাব ও প্রসূতি বিভাগ পরিদর্শন করেন জেলা শাসক খুরশেদ আলী কাদরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার। পরিদর্শনের সময় ১১২ জন ভর্তি মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়, এবং ৫ জন সদ্যজাত শিশুর মায়ের হাতে ফল ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।

বন্যা পরিস্থিতির মধ্যেও ঘাটালের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকা থেকে ১১২ জন সন্তানসম্ভবা মাকে সুরক্ষিতভাবে হাসপাতালে নিয়ে আসা হয়। কেউ ট্রাক্টর, আবার কেউ সিভিল ডিফেন্স ও এসডিআরএফ-এর নৌকা ব্যবহার করে বিপজ্জনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি হন। আশা কর্মী, চিকিৎসক, সিভিল ডিফেন্স ও প্রশাসনের সকলে একযোগে কাজ করেছেন, যার ফলে কোনও জীবনহানি হয়নি এবং সুষ্ঠু প্রক্রিয়ায় নবজাতকদের জন্ম হয়েছে।

সূত্রে খবর,১১২ জন ভর্তি মহিলার মধ্যে ৫৬ জন মা ইতিমধ্যেই সন্তান জন্ম দিয়েছেন এবং জল কমতে তাঁরা নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন। বর্তমানে ২৪ জন মা সদ্যোজাত শিশু নিয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন, কারণ তাঁদের বাড়িতে জল রয়েছে। এছাড়া ৩০ জনেরও বেশি মা এখন মাদারস হাবে রয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *